RSS

মুখের দুর্গন্ধ, কাশি ও জ্বর সারাতে পাতিলেবু

05 ডিসে.

কাশি ও জ্বর সারাতে পাতিলেবু

কাশি সাধারণত দুই ধরনের হয়। প্রথমটা হলো কফ পাতলা এবং দ্বিতীয়টি হলো কফ ঘন। কফ যখন ঘন হয়ে যাবে তখন পাতিলেবু খাওয়া ঠিক নয়। কিন্তু কাশি যদি ক্রনিক বা বারোমাসি হয়ে যায় এবং সাথে জ্বর হয় তাহলে সে ক্ষেত্রে পাতিলেবু খেলে ভালো কাজ দেয়। এতে বুকে জমে থাকা শ্লেষ্মা পাতলা হয়ে বেরিয়ে যাবে। এ ছাড়া জ্বর হলে এবং সাথে পায়খানা ও বমি হলে পাতিলেবু ভালো কাজ করে। সম্পূর্ণ বা অর্ধেক লেবুর রস গ্লাসে চিনি ও পানির সাথে মিশিয়ে রোগীকে খাওয়ালে জ্বর কমবে এবং পায়খানা ও বমি বন্ধ হবে।

মুখের দুর্গন্ধ দূর করতে পাতিলেবু

মুখে দুর্গন্ধ থাকলে কোনো সভা-সমিতিতে যাওয়া তো দূরের কথা বন্ধু মহলেও যেতে অসুবিধা হয়। প্রতিদিন সকালে, বিকেলে পাতিলেবুর রস ও গোলাপজল মিশিয়ে গার্গল করলে মুখের দুর্গন্ধ তো দূর হবেই,মাঢ়ির ঘা, পাইয়োরিয়ারও উপশম হবে এবং মুখের ভেতরটা খুব পরিষ্কার থাকবে। সুস্থ ব্যক্তিও যদি মাঝে মধ্যে শুধু পাতিলেবুর রস দিয়ে গার্গল (কুলকুচি) করেন তাহলে তিনি অসুখের হাত থেকে নিস্তার পেতে পারেন।

**********************************************


 

এখানে আপনার মন্তব্য রেখে যান