RSS

চোখের সুস্থতার জন্য

07 ডিসে.

চোখের সুস্থতার জন্য


চোখের জন্য খাবারের কথা উঠলে প্রায় সবাই একবাক্যে গাজরের কথা বলেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটিই যথেষ্ট নয়। রাতকানাসহ বেশ কিছু রোগ প্রতিরোধে ভিটামিন-এ খুবই কার্যকর। দুই ধরনের খাবারে এই ভিটামিনটি পাওয়া যেতে পারে। প্রথমত ক্যারোটিন খেলে সেটিই দেহে গিয়ে ভিটামিন উৎপাদন করে। ক্যারোটিন সাধারণত হলুদ,কমলা ও সবুজ রঙের প্রাকৃতিক খাবারে পাওয়া যায়। গাজর ও পালংশাক এ ধরনেরই উৎস। রেটিনার কার্যকারিতা অক্ষুণ্ন রাখা ও দৃষ্টিশক্তির প্রখরতার জন্য ভিটামিন-সি গ্রহণ করা উচিত। বিশেষ করে কেউ যদি ধূমপান করেন বা ডায়াবেটিস রোগীদের জন্য ভিটামিন বিশেষভাবে গ্রহণ করা উচিত। লেবুজাতীয় খাবার, মৌসুমি ফল, আলু, সবুজ শাকসবজিতে এই ভিটামিন পাওয়া যায়। ওমেগা-৩ও চোখের জন্য দরকার। এটি পাওয়া যায় ঠাণ্ডা পানির মাছ ও ভেজিটেবল তেলে।

 

এখানে আপনার মন্তব্য রেখে যান